হার দিয়েই বিশ্বকাপ মিশন শুরু করেছে ভারত, তাও আবার চিরপ্রতিদ্বন্ধী পাকিস্তানের কাছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের খোঁজে নেমে উল্টো হারের তেতো স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল। কিউইদের বিপক্ষে হারের পর সেমি ফাইনাল খেলতে পারবে কিনা তা নিয়ে চলছে সংশয়। নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের পারফরম্যান্স দেখে অবাক হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক।
ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ভারতের হারের পর নিজের ইউটিউব চ্যানেলে ইনজামাম বলেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচের পর এই ম্যাচটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমনকি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের চেয়েও বড় ম্যাচ ছিল এটা। ভারত যেভাবে খেলেছে তাতে আমি অবাক। তারা একেবারেই হতাশ হয়ে পড়েছিলেন। এত বড় দল কীভাবে এত চাপে পড়ে গেল তা আমি বুঝে উঠতে পারছি না।’
ভারতের ব্যাটাররা ধুঁকেছে কিউই স্পিনারদের খেলতে। তাদের ধুঁকতে দেখে ইনজামাম বলেন, ‘নিউজিল্যান্ডের স্পিনাররা ভালো, কিন্তু বিশ্বমানের নয়। ভারতীয় ব্যাটাররা তাদের থেকে বেশি রানও করতে পারেনি। কোহলির শক্তি স্পিন খেলা, এমনকি তিনিও একটিও সিঙ্গল বের করতে সক্ষম হননি।’
গ্রুপ-২ তে পাকিস্তান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে, দ্বিতীয় অবস্থান আফগানিস্তানের, তাদের পয়েন্ট ৪। আফগানরাও এবার দুর্দান্ত খেলছে। নিউজিল্যান্ড ও নামিবিয়া একটি করে ম্যাচ জিতেছে। প্রথম পর্বের গ্রুপ ‘বি’-এর শীর্ষ দল স্কটল্যান্ড একটি ম্যাচও জিততে পারেনি। রানরেটে পিছিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের তলানিতে, ভারতের পরে।